কুনোতে প্রাণ গেল আরও এক চিতার, বাড়ছে উদ্বেগ

মধ্যপ্রদেশের শেওপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যানে চিতাবাঘের মৃত্যুলীলা যেন থামতেই চাইছে না। বুধবার আরও এক মেয়ে চিতা বাঘের মৃত্যুর খবর সামনে এসেছে।

author-image
SWETA MITRA
New Update
kuno.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে আরও এক চিতার প্রাণ গেল বুধবার। জানা গিয়েছে, আজ বুধবার সকালে মধ্যপ্রদেশের কুনো (Kuno) জাতীয় উদ্যানে একটি চিতা 'ধাত্রী'কে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ জানার জন্য কর্মকর্তারা ময়নাতদন্ত করছেন। নামিবিয়া থেকে আনা মোট নয়টি চিতা মারা গেছে, যার মধ্যে তিনটি শাবক কুনোতে জন্মগ্রহণ করেছিল।