/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল ৩০ অক্টোবর, বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ দিল্লির সিলামপুর (Seelampur) থানা এলাকায় একটি ভয়াবহ শ্যুট আউটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল রাত আনুমানিক ১০টা ৪০মিনিটে দিল্লির সিলামপুর থানা এলাকার জামা মসজিদ সিলামপুর-এর কাছে এই ঘটনাটি ঘটে। ওই নিহত যুবকের নাম মিসবাহ। এই শ্যুট আউটের পর ঘটনাস্থল থেকে মিসবাহকে দ্রুত জেপিসি (JPC) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে 'ব্রট ডেড' (হাসপাতালে আনার আগেই মৃত) ঘোষণা করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/SmN1C47jg6zJIZcG0To4.jpg)
এই ঘটনার পর ইতিমধ্যেই সিলামপুর থানায় প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম গঠন করে কাজ শুরু করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে,''প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই নিহত যুবক মিসবাহ নিজেও অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতি এবং অস্ত্র আইন (Arms Act) সম্পর্কিত মোট ৭টি ফৌজদারি মামলা দায়ের করা ছিল।''
এই শ্যুট আউটের পিছনে পুরনো কোনও শত্রুতা বা অপরাধমূলক যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মামলার তদন্ত বর্তমানে চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us