BREAKING: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর ! সন্ত্রাসবিরোধী অভিযানে শহিদ হলেন এক জওয়ান

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
indian army

নিজস্ব সংবাদদাতা : ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো জম্মু-কাশ্মীর। আজ জম্মু-কাশ্মীরের, কিস্তওয়ার জেলার, সিংহপুরায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক বড় অভিযানে নাম ভারতীয় সেনা। আর এই বিশেষ অভিযানের সময় সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছেন এক সেনা জওয়ান। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ওই জওয়ান প্রাণ হারান। ঘটনাস্থলে এখনও তল্লাশি ও সেনা অভিযান অব্যাহত রয়েছে।

Army