New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিকে ঢেকে রেখেছে কুয়াশার চাদর। যার ফলে বিমান চলাচলে বিপাক বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আবহাওয়ার কারণে প্রায় ৮০ টি বিমান বিলম্বিত হয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে যাত্রীদের হয়রানি বৃদ্ধি পাচ্ছে। একজন যাত্রী বলেছেন, "আমরা নতুন বছর উদযাপন করতে গ্যাংটক, সিকিম যাচ্ছি কিন্তু আমাদের বিমানটি ২ ঘন্টা বিলম্বিত হয়েছে। যদি এটি আরও দেরি হয় তবে আমরা অভিযোগ করব"।
Around 80 flights reported delayed due to weather conditions till 8.30 am today at Delhi's Indira Gandhi International Airport: Sources
— ANI (@ANI) December 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us