একটি মাত্র ভুল, গোটা প্রক্রিয়া বাতিল; SIR নিয়ে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের

আগামী ১ অক্টোবর প্রকাশিত হবে বিহারের চূড়ান্ত ভোটার তালিকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1573657162supreme-court-of-india

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারে চলা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন (SIR) নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে—ভোটার তালিকা পরিমার্জনের প্রক্রিয়ায় যদি একটি মাত্র ভুলও ধরা পড়ে, তবে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।

শুনানিতে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (ADR)-এর আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, নির্বাচন কমিশন SIR প্রক্রিয়ায় একাধিক নিয়ম ভেঙে কাজ করছে। যাঁরা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁদের সমস্যারও সমাধান হয়নি। এখনও পর্যন্ত মাত্র ৩০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে এবং সেই অনুযায়ী তালিকা আপডেট করা হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ১ অক্টোবর প্রকাশিত হবে বিহারের চূড়ান্ত ভোটার তালিকা।

SIR

একই সুরে সওয়ালকারী বৃন্দা গ্রোভার প্রশ্ন তোলেন, “কমিশনের ভুলের জন্য সাধারণ মানুষ কেন ভুগবেন?” এই সমস্ত অভিযোগ শোনার পরই নির্বাচন কমিশনকে সতর্ক করে দেন বিচারপতি সূর্য কান্ত। তাঁর মন্তব্য, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ভোটার তালিকায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। চূড়ান্ত তালিকা প্রকাশ পেলেও আদালতের অবস্থান বদলাবে না। ভুল থাকলে গোটা প্রক্রিয়াই বাতিল হয়ে যাবে”।

এই মামলার চূড়ান্ত শুনানির দিনও ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৭ অক্টোবর এই মামলার শেষ শুনানি হবে।