/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে,একটি বড়মাপের বাস দুর্ঘটনায় নিহত হলেন ১ জন। এই বিষয়ে গাড়ওয়াল বিভাগের কমিশনার, বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন,''উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘোলথির এলাকায়,আজ একটি ১৮ সিটের বাস অলকানন্দা নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ৭ জন।'' এই ঘটনার পরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), পুলিশ ও প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে বলে জানানো হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,এই বাসটি কীভাবে নদীতে পড়ে গেল তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদেরও সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us