কপিল শর্মার সহযোগীর কাছ থেকে ১ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ ! বাংলা থেকে গ্রেপ্তার ১

বাংলার বুক থেকে গ্রেপ্তার অভিযুক্ত।

author-image
Debjit Biswas
New Update
kapil sharma an

নিজস্ব সংবাদদাতা : জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার এক ঘনিষ্ঠ সহযোগীর কাছে ১ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে আজ একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। উল্লেখ্য, ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করলে তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত দিলীপ চৌধুরীকে আজ পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মুম্বাইয়ে আনা হয়েছে। এই হুমকির সময় অভিযুক্ত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার-এর নাম ব্যবহার করেছিল দিলীপ।

kapil sharma

গ্রেপ্তারের পর দিলীপ চৌধুরীকে মুম্বাইয়ের আদালতে পেশ করা হয়। আদালত তাকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে।