নিজস্ব সংবাদদাতা: আসামের নগাঁওয়ের কাঠমিল চারিয়ালির কাছে আগুন লেগে অন্তত পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
mk