ভারতে ঢুকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর হামলা! পুলিশ সহ মৃত্যু অনেকের

ভারতে ঢুকে হামলা চালিয়ে গেল অন্য দেশের সশস্ত্র বাহিনী?

author-image
SWETA MITRA
New Update
moreh .jpg

নিজস্ব সংবাদদাতাঃ নতুন করে অশান্তির আগুনে জ্বলে উঠল মণিপুর (Manipur)। আবারও একবার পরপর প্রাণহানির ঘটনা ঘটল রাজ্যে। মণিপুরে গত ১৭ ও ১৮ জানুয়ারির মধ্যরাতে সংঘটিত সহিংসতায় পাঁচ বেসামরিক নাগরিক ও তিন পুলিশ সদস্য নিহত হন। ১৭ জানুয়ারি সকালে টেংরাপালে 'সশস্ত্র চরমপন্থীদের' হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও ছয়জন আহত হন। এদিকে এই ঘটনার সঙ্গে কি জড়িত মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী? মোরেহ (Moreh)-তে পুলিশ কমান্ডোদের উপর সাম্প্রতিক হামলায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে মণিপুর সরকারের উপদেষ্টা (সুরক্ষা) কুলদীপ সিং বলেছেন, "গোয়েন্দা তথ্যে আমরা দেখেছি যে তাদের যোগ থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু আন্দাজার ওপর ভিত্তি করে কিছু প্রমা হয় না। তাঁরা জড়িত থাকলেও থাকতে পারে কিন্তু এখনও কোনও প্রমাণ মেলেনি।  বুদ্ধিমত্তা নিজেই প্রমাণ হতে পারে না। তারা আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে কোনও প্রমাণ নেই। কমান্ডোদের নির্দিষ্ট কিছু পজিশনে থাকতে হবে, যেখান থেকে তারা জঙ্গিদের মোকাবেলা করতে পারবে।“