জওহরলাল নেহ্রু স্টেডিয়ামে ভয়ঙ্কর ঘটনা, উদ্ধারকাজে তৎপর বাহিনী

আজ সকালেই জওহরলাল নেহ্রু স্টেডিয়ামে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। এই বিষয় নিয়ে বড় সংবাদ জানিয়েছেন ডিসিপি।

author-image
Probha Rani Das
New Update
dcpp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা নিয়ে ডিসিপি অঙ্কিত চৌহান বলেছেন, “সকাল সওয়া ১১টা নাগাদ একটি প্যান্ডেল বা তাঁবু ভেঙে পড়ার খবর আসে এবং তার নীচে কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন। ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, ধসে পড়া কাঠামোর নিচে ২৫-৩০ জন শ্রমিক আটকা পড়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছিল। ২৫-৩০ জনকে উদ্ধার করে এইমস ট্রমা সেন্টার ও সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধারকাজ চালানোর জন্য এনডিআরএফ দল এখন ঘটনাস্থলে রয়েছে।” 

add 4.jpeg

স্ব

স

স