নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/433481ec-68d.png)
তিনি বলেছেন, "আমরা মহাকুম্ভের জন্য হরিয়ানার প্রতিটি জেলা থেকে একটি বাস পরিষেবা চালু করব। হরিয়ানার প্রতিটি জেলা থেকে প্রতিদিন একটি করে বাস ছাড়বে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আগামীকাল থেকে এই পরিষেবা শুরু হবে।”