বাংলায় বিজেপির ভালো ফলাফল! শেষ দফার ভোটে আশ্বাস নাড্ডার

আজ দেশ জুড়ে চলছে ২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট। এই নিয়ে এবার মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

author-image
Probha Rani Das
New Update
jpnaddaa.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন ২০২৪-এ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, “আমরা আমাদের পুরনো রাজ্যগুলি বজায় রাখব, যেখানে বিজেপি জিতেছে, আমরা সেখানে আমাদের সমস্ত আসন ধরে রাখব।” 

jpnaddasd3.jpg

তিনি আরও বলেন, “নতুন রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে আমরা খুব ভালো করতে চলেছি। সেখানে ৪২টি আসন রয়েছে, সেখানে আমরা ৩০টি আসনে জিতব। ওড়িশায় ২১টি আসনের মধ্যে ১৮টি আসনে আমরা জিতব। একইভাবে তেলেঙ্গানায় আমরা আমাদের আসন দ্বিগুণ করব। আমরা তামিলনাড়ুতে আসন জিতব, আমরা কেরালায় আসন জিততে চলেছি এবং সর্বত্র আমাদের ভোটের ভাগ অবশ্যই বাড়বে মহারাষ্ট্রে আমরা আবার জিতব।” 

Add 1