/anm-bengali/media/media_files/LLaxiUz0KrcJhVWf6VIJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার রঞ্জিত বরঠাকুর (অবসরপ্রাপ্ত) বলেন, "বাংলাদেশে বিশেষ করে গতকাল যা ঘটেছে তা আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয়। আমি বলব না শেখ হাসিনা পালিয়ে গেছেন, তবে সশস্ত্র বাহিনীর যথাযথ সহায়তায়। ভারতের ক্ষেত্রে এটি খুবই উদ্বেগজনক পরিস্থিতি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো। এর আগে উত্তর-পূর্বের সব জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি ছিল বাংলাদেশে, যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সরিয়ে দেওয়া হয়। নতুন সরকারে জামায়াতে ইসলামী ও বিএনপি থাকতে পারে, যারা ভারত বিরোধী। দেশে বিগত বিএনপি সরকারের আমলে বাংলাদেশে অনেক সন্ত্রাসী ক্যাম্প গড়ে উঠেছিল। জামায়াতে ইসলামী দেশে ও সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় মৌলিক ধর্মীয় কর্মকাণ্ডে সমর্থন দিয়ে আসছে। হিন্দুদের ওপর হামলা হলে তারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয়ের জন্য আসার চেষ্টা করতে পারে। দ্বিতীয়ত, বিদ্বেষী ভারতবিরোধী উপাদান যদি বাংলাদেশে আশ্রয় নেয়, তাহলে তা আমাদের জন্য সমস্যার কারণ হবে। আমাদের ঘটনাক্রমে চীনা প্রভাবের জন্যও পরীক্ষা করা দরকার। অনেকে বলছেন, পাকিস্তানের আইএসআই-এরও ভূমিকা রয়েছে। বর্তমান সেনাপ্রধান আশ্বাস দিয়েছেন যে নতুন সরকার হিন্দু ও মুসলিম উভয়ের জন্যই ভারসাম্যপূর্ণ হবে।"
#WATCH | Guwahati, Assam: On the current situation in Bangladesh, Defence Expert Brigadier Ranjit Borthakur (Retd.) says, "What has happened in Bangladesh, especially yesterday, is of great concern to us. I won't say Sheikh Hasina fled, she left Bangladesh but with due support of… pic.twitter.com/WdZqqgqsE4
— ANI (@ANI) August 6, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us