দেশের ৪৭ বছরের চেষ্টা বিফলে! এখন সবাই তাকিয়ে ভারতের দিকে

চন্দ্রযান-৩ নিয়ে আশাবাদী স্পেস স্ট্র্যাটেজিস্ট পি কে ঘোষ।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ চাঁদের খুব কাছেই রয়েছে ভারতের ইসরোর তৈরি চন্দ্রযান-৩, অন্যদিকে আজ দুপুরের দিকে চাঁদের বুকে বিধ্বস্ত হয়ে পড়ে রাশিয়ার তৈরি লুনা-২৫। এই বিষয়ে নিজের মত ব্যক্ত করলেন স্পেস স্ট্র্যাটেজিস্ট পি কে ঘোষ। 

চন্দ্রযান-৩ মিশন এবং রাশিয়া লুনা-২৫ দুর্ঘটনা প্রসঙ্গে স্পেস স্ট্র্যাটেজিস্ট পি কে ঘোষ বলেন, "আমি মনে করি চন্দ্রযান-৩, ২৩ আগস্ট চাঁদের বুকে ভালোভাবে অবতরণ করবে। রাশিয়ার লুনা-২৫ বিমান বিধ্বস্তের ঘটনা দুর্ভাগ্যজনক। প্রায় ৪৭ বছর পর লুনা-২৫ উৎক্ষেপণ করে রাশিয়া। এটি দেখায় যে মহাকাশ অন্বেষণে আপনার কখনই কোনও কিছুকে হালকাভাবে নেওয়া উচিত নয়। চন্দ্রযান-৩ চাঁদের নিকটতম উপবৃত্তাকার কক্ষপথ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে।"