রাহুল গান্ধীর দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচনের আগেই পরাজয়! বললেন কেন্দ্রীয় মন্ত্রী

খুব শীঘ্রই হতে চলেছে লোকসভা নির্বাচন। আমেঠি থেকে রাহুল গান্ধীর মাত্র দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বিশেষ মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

author-image
Probha Rani Das
New Update
smriti irani ghj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দুটি আসনে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জল্পনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠির বিজেপি সাংসদ স্মৃতি ইরানি বলেছেন, “যাঁরা বলেন আমেঠি গান্ধী পরিবারের ঘাঁটি, তাঁদের প্রার্থী ঘোষণা করতে এত সময় লাগছে কেন? তাদের আত্মবিশ্বাসের অভাব আপনাকে বলে দেয় যে আমেঠি আর কংগ্রেসের দুর্গ নয়। যদি তিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তার অর্থ তিনি নির্বাচনের আগেই আমেঠি থেকে তার পরাজয় ঘোষণা করছেন। আমি বলেছিলাম, সাহস থাকলে মায়াবতী, অখিলেশ যাদবকে ছাড়াই আমেঠি থেকে একাই লড়ুন। সত্যিটা বেরিয়ে আসবেই।” 

Add 1

স্ব

স

স