কংগ্রেস ছেড়ে বিজেপিতে হেভিওয়েট, কেন এই সিদ্ধান্ত?

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দেন শেট্টার। কংগ্রেস তাঁকে হুবলি-ধারওয়াড় থেকে প্রার্থী করেছিল, কিন্তু তিনি হেরে যান। পরে কংগ্রেস দল তাঁকে এমএলসি করে।

author-image
SWETA MITRA
New Update
shettarss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্নাটকে নতুন করেবড়ধাক্কাখেয়েছেকংগ্রেস (Congress)।লোকসভানির্বাচনেরআগেকংগ্রেসছেড়েফের বিজেপিতেফিরলেনপ্রাক্তনমুখ্যমন্ত্রীজগদীশশেট্টার (Jagadish Shettar)শেট্টারকেকর্ণাটকেরপ্রভাবশালীলিঙ্গায়েতসম্প্রদায়েরএকজনবিশিষ্টনেতাহিসাবেবিবেচনাকরাহয়। এদিকে দল বদল প্রসঙ্গে শেট্টার জানালেন, ‘অতীতে দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। কিছু সমস্যার কারণে আমি কংগ্রেস পার্টিতে গিয়েছিলাম। গত ৮-৯ মাসে অনেক আলোচনা হয়েছে, বিজেপি কর্মীরাও আমাকে বিজেপিতে ফিরে আসতে বলছিলেন। ইয়েদুরাপ্পাজি এবং বিজয়েন্দ্রজিও চেয়েছিলেন আমি বিজেপিতে ফিরে আসি। নরেন্দ্র মোদীজিকে ফের প্রধানমন্ত্রী হতে হবে, এই বিশ্বাস নিয়েই ফের দলে যোগ দিলাম।‘