/anm-bengali/media/media_files/l5E6pH6ETp2rJwsxUPL3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আগামীকাল রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা শুরু হচ্ছে। এই নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বললেন, 'ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তপস্যায় বসেছিলেন। সেটা ঐতিহাসিক হয়ে থেকে গেছে। সঙ্গে ভালোবাসা এবং স্নেহের বার্তা। যেভাবে তিনি মানুষের সঙ্গে জনসংযোগ সাধন করেছেন তাতে এই ধারণা ফুটে উঠেছে যে তিনি এমন এক নেতা যিনি ভালো শ্রোতা। এখন আমাদের এর (ভারত ন্যায় যাত্রা) জন্য এক কঠোর মাধ্যম তৈরি হয়ে গেছে। ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধী প্রভূত পরিমাণে অভিজ্ঞতা অর্জন করেছেন। এই যাত্রা হতে চলেছে ১০০ টি জেলায় ৬৫০০ কিলোমিটার জুড়ে। এই যাত্রার বার্তা তার নামের মধ্যেই প্রতিফলিত হয়েছে'।
#WATCH | Delhi: On Rahul Gandhi's Bharat Nyay Yatra to begin tomorrow, Congress General Secretary KC Venugopal says, "Rahul Gandhi had embarked a 'Tapasya' (penance) from Kanniyakumari to Kashmir through Bharat Jodo Yatra... That was historic... With a great message of love and… pic.twitter.com/IJqedslECr
— ANI (@ANI) January 13, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us