নিজস্ব সংবাদদাতাঃ কাল্লাকুরিচি হুচ ট্র্যাজেডি নিয়ে ডিএমকে নেতা টি এস এলাঙ্গোভান বলেন, "সরকার খুবই উদ্বিগ্ন, কারণ আমরা আমাদের নিজেদের লোকজনকে হারিয়েছি। এদিন সকালে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এলাকার স্থানীয় লোকজন পুলিশের কাছে অভিযোগ করুক এবং পুলিশ ব্যবস্থা নিক। সমস্যা হচ্ছে পুলিশের জুনিয়র লেভেলের কিছু লোক এসব লোকের কাছ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। পুলিশের মানসিকতাও বদলাতে হবে।"
/anm-bengali/media/media_files/Zh5Fl6UTQEq8acennmjU.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)