নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমকে। কংগ্রেস থেকে বহিষ্কার প্রসঙ্গে আচার্য প্রমোদ কৃষ্ণম বলেছেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপালের বলা উচিত কোন কাজগুলি দলবিরোধী? ভগবান রামের নাম নেওয়া কি দলবিরোধী? অযোধ্যায় যাওয়া কি দলবিরোধী?”