নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মদ নীতি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।
/anm-bengali/media/media_files/manoj-2webp)
তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল এই গোটা ঘটনার কিংপিন বলে কোনও দ্বিতীয় মত নেই। অরবিন্দ কেজরিওয়াল এই পুরো কেলেঙ্কারির মাস্টারমাইন্ড বলে মনে হচ্ছে এবং এখন তাকে অভিযুক্ত করা হয়েছে।”
/anm-bengali/media/media_files/manoj-1webp)
তিনি আরও বলেছেন, “এখন যে চার্জশিট দাখিল করা হয়েছে, তাতে তিনি ৩৭তম অভিযুক্ত। আর সবথেকে বড় কথা হল, আদালতের বিচারক এসব দেখার পর বলেছেন, তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, যার ভিত্তিতে অপরাধীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হোক।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)