রাজ্য সফরে জেপি নাড্ডা, দিতে পারেন বিশেষ মন্ত্র

আসছেন জেপি নাড্ডা। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে পারেন তিনি বলে আশঙ্কা করছে বিশিষ্ট মহল।

author-image
SWETA MITRA
New Update
nadda raja.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার ভোটমুখী রাজ্য রাজস্থানে যেতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। আসন্ন বিধানসভা ভোটে নিজেদের জয় নিশ্চিত করতে রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। কংগ্রেস সরকারকে একপ্রকার উৎখাত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এরই মাঝে রাজস্থান সফরে জেপি নাড্ডার সফরকে ঘিরে যথেষ্ট রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপিসভাপতিজেপিনাড্ডাররাজস্থানসফরনিয়েবড় মন্তব্য করেছেন কেন্দ্রীয়মন্ত্রীগজেন্দ্রসিংশেখাওয়াত (Gajendra Singh Shekhawat)। তিনিবলেছেন, 'আসন্ননির্বাচননিয়েএকটিবৈঠকহবে।নির্বাচনেরপ্রস্তুতিপর্যালোচনাকরাহবে। বিজেপিসংগঠনেরভিত্তিতেনির্বাচনেপ্রতিদ্বন্দ্বিতাকরে, তাইসংগঠনেরদৃষ্টিকোণথেকেপ্রস্তুতিপর্যালোচনাকরাহবেএবংসমস্তকর্মীদেরকাছথেকেপ্রতিক্রিয়ানেওয়াহবে। এরই পাশাপাশিতাদেরসঠিকভাবেগাইডকরাহবে।জেপিনাড্ডারসফরথেকেদলনতুনদিশাতীক্ষ্ণতাপাবে।‘ দেখুন ভিডিও...