নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ফের একবার হুঙ্কার দিয়ে দিলেন। এদিন তিনি বলেন, “আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা দেখব আদালত কী সিদ্ধান্ত নেয়”।
একই সাথে তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জম্মু ও শ্রীনগর সফর করেছেন। তার সঙ্গে আমার ভালো বৈঠক হয়েছে। আমি আশাবাদী যে জম্মু ও কাশ্মীর একটি রাজ্যের মর্যাদা ফিরে পাবে”।
/anm-bengali/media/media_files/eeK5r64IPIChbnGMxd3W.jpeg)