জম্মুতে কোল্ড স্টোর উদ্বোধন করলেন ওমর আবদুল্লাহ

জম্মুতে কোল্ড স্টোর ও রিপেনিং সেন্টারের উদ্বোধনে ওমর আবদুল্লাহ: “ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-04 4.47.05 PM

নিজস্ব সংবাদদাতা: জম্মুতে আধুনিক কোল্ড স্টোরেজ ও রিপেনিং সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এই নতুন কেন্দ্রটি বিশেষ করে ফলমূল, তাজা পণ্য ও দ্রুত পচনশীল সামগ্রীর সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য উপযোগী বলে জানালেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “জম্মুর সাধারণ মানুষ, বিশেষ করে যাঁরা এমন পণ্য নিয়ে ব্যবসা করেন যেগুলি সহজে পচে যায়— তাঁদের জন্য এই কেন্দ্র একটি বড় সহায়ক হবে। ফল, তাজা খাদ্যদ্রব্য বা ফাস্ট মুভিং কনজিউমার গুডস (FMCG) যেগুলির জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন হয়, তাদের জন্য এখানে কোল্ড স্টোরেজ, ফ্রোজেন স্টোরেজ এবং কৃত্রিম রিপেনিং-এর সুব্যবস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে এমন পরিকাঠামো তৈরি করা, যেগুলি বৃহত্তর জনগোষ্ঠী ব্যবহার করতে পারে। কেবল সরকারি নয়, ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও এই কেন্দ্রটি এক নতুন দিগন্ত খুলে দেবে।” এই প্রকল্প রাজ্য সরকারের ‘ইনফ্রাস্ট্রাকচার ফর ইনক্লুসিভ গ্রোথ’ পরিকল্পনার অংশ, এবং কৃষি ও হিমঘর নির্ভর ব্যবসাকে উৎসাহ দেওয়ার একটি বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসন।