হজরতবল মসজিদে ভাঙচুর করা হল অশোক স্তম্ভ ! কড়া প্রতিক্রিয়া দিলেন ওমর আবদুল্লা

কি বললেন ওমর আবদুল্লা ?

author-image
Debjit Biswas
New Update
Omar

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি জম্মু ও কাশ্মীরের হজরতবল দরগায়, সংস্কার কাজের ফলকে জাতীয় প্রতীক (অশোক স্তম্ভ) ব্যবহার করা নিয়ে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এবার জম্মু ও কাশ্মীর-এর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনার তীব্র সমালোচনা করলেন। তিনি দাবি করেন, জাতীয় প্রতীক কেবল সরকারি কাজের জন্য ব্যবহার করা উচিত, কোনও ধর্মীয় প্রতিষ্ঠানে নয়।

Omar

ওয়াকফ বোর্ডের এই ফলকটি সম্প্রতি ভাঙচুর করা হয়। এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন যে,''এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। জাতীয় প্রতীক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং এর ব্যবহার শুধুমাত্র সরকারি অনুষ্ঠান বা সরকারি দপ্তরের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।''