নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওয়াকফ আইন বিরোধী একটি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদ। আর এবার সেইদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন এক বৃদ্ধ। তিনি বলেন, “আমি আসলে বুঝতেই পারিনি কি হচ্ছিল। সকালে দোকান খুলে বাইরে বসেছিলাম। হঠাৎ দরজায় আঘাত, তারপরেই ইট ছোঁড়া শুরু হল। শেষে দরজা ভেঙে দিল।”
/anm-bengali/media/media_files/2025/04/14/f1yiU33eD782e04xtFyE.jpg)
তিনি আরও বলেন যে, “আমার ঘরে ছিল টিভি, আয়না, ফার্নিচার, ২-৩টা আলমারি সব ভেঙে দিল। আমার সব টাকা বাড়িতেই ছিল। চোখের সামনেই সব শেষ হয়ে গেল।”