/anm-bengali/media/media_files/sF0I8cTWTyG8DN9X88X1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ মেঘালয়ের রি ভোই জেলার মাওপুন কসাইদের উমরোই বাইপাসের কাছে একটি তেলের ট্যাংকার ও অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রে খবর, তেলের ট্যাংকারটি অতিরিক্ত গতিতে যাচ্ছিল এবং মাওপুন কসাইদ গ্রামের উমরোই বাইপাসের কাছে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়, যার ফলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং উভয় গাড়িতে ব্যাপক আগুন ধরে যায়। ঘটনার খবর পেয়ে উমিয়াম থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অপর্যাপ্ত সংখ্যক ফায়ার টেন্ডারের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পুলিশ আগুন নেভানোর চেষ্টা করছে, তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
#WATCH | Meghalaya: A massive fire broke out after a tanker and a car collided at Mawpun Kshaid village in Ri Bhoi District. pic.twitter.com/67n5KS5MN7
— ANI (@ANI) April 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us