ওআইসি-র হস্তক্ষেপ প্রত্যাখ্যান, বড় ঘোষণা করে দিল ভারত

ওআইসি গ্রুপকে বিভ্রান্ত করে বিবৃতি জারি করে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

File Picture

নিজস্ব সংবাদদাতা: নিউইয়র্কে ওআইসি গ্রুপ বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন-এর জারি করা বিবৃতি সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক এবার দিল করা জবাব। বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, “পাকিস্তানের নির্দেশে জারি করা ওআইসি বিবৃতিটি পহেলগাঁও জঙ্গি হামলা এবং এর আন্তঃসীমান্ত সংযোগের তথ্য স্বীকার করতে অস্বীকার করার ক্ষেত্রে অযৌক্তিক। দীর্ঘদিন ধরে সীমান্ত সন্ত্রাসবাদে জড়িত দেশ পাকিস্তানের এটি আরেকটি প্রচেষ্টা, যাতে তারা ওআইসি গ্রুপকে বিভ্রান্ত করে একটি স্বার্থপর বিবৃতি জারি করে। আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ওআইসির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি”।

pahalgam terrorists