/anm-bengali/media/media_files/HDYGTJwno0zKxGGUw2DB.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ভারতে ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কনস্যুলেট ভবনের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় চাণক্যপুরী এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দিল্লি পুলিশের কাছে একটি ফোন আসে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তেমন কিছু পাওয়া যায়নি। সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লি ফায়ার সার্ভিসের কাছে ফোন আসে।
#WATCH | Deputy Ambassador of Israel to India, Ohad Nakash Kaynar says, "This is evening several minutes after 5, an explosion occurred in close proximity of the Embassy. All our diplomats and workers are safe. Our security teams are working in full cooperation with local Delhi… pic.twitter.com/jqQSTJMgKQ
— ANI (@ANI) December 26, 2023
ভারতে নিযুক্ত ইসরায়েলের ডেপুটি রাষ্ট্রদূত ওহাদ নাকাশ কায়নার বলেন, 'আজ বিকেল ৫টার কয়েক মিনিট পর দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ ঘটে। আমাদের সব কূটনীতিক ও কর্মী নিরাপদে আছেন। আমাদের নিরাপত্তা দলগুলি দিল্লির স্থানীয় নিরাপত্তার সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করছে এবং তারা বিষয়টি আরও তদন্ত করবে।'
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us