বালি মাফিয়াদের হাতে নিহত আধিকারিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের

বালি উত্তোলন মাফিয়াদের হাতে নিহত গ্রাম প্রশাসনিক কর্মকর্তা (ভিএও) লুর্দু ফ্রান্সিসের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

author-image
Aniruddha Chakraborty
New Update
নবচভক্সচ

নিজস্ব সংবাদদাতাঃ বালি উত্তোলন মাফিয়াদের হাতে নিহত গ্রাম প্রশাসনিক কর্মকর্তা (ভিএও) লুর্দু ফ্রান্সিসের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
সিএম স্ট্যালিন সহানুভূতির ভিত্তিতে নিহত অফিসারের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন। তুতিকোরিনের পারিভাইকুন্ডম সার্কেলের মুরাপ্পানাডু মন্দিরের গ্রাম প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ৫৩ বছর বয়সী লর্দু ফ্রান্সিসকে মঙ্গলবার বিকেলে তার অফিসে কাজ করার সময় দু'জন কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে মুরাপ্পানাডু থানায় বালি উত্তোলন করতে দেখে দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ফ্রান্সিসকে জরুরি চিকিৎসার জন্য তিরুনেলভেলি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর ওপর হামলাকারী দু'জনের মধ্যে রামাসুব্বু নামে একজনকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।