বালেশ্বর কাণ্ডে উত্তাল ওড়িশা, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি BJD-র

বালেশ্বর কাণ্ডে ছাত্রী মৃত্যুকে 'প্রতিষ্ঠানগত হত্যাকাণ্ড' বলছে বিজেডি, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, কাল লোকসভা ভবন ঘেরাও কর্মসূচি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-16 12.11.05 AM

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে এক শিক্ষার্থী আত্মহত্যা কাণ্ডে রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেডি মুখপাত্র লেনিন মোহান্তি বলেন, "এটি সাধারণ মৃত্যু নয়। আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।"

মোহান্তি দাবি করেন, "ওই ছাত্রী তার বিভাগীয় প্রধানের দ্বারা হয়রানির শিকার হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও তারা গুরুত্ব দেয়নি। এরপর তিনি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে টুইট করে জানান। কিন্তু কেউ জবাব দেননি। এক পর্যায়ে, মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।"

তিনি আরও অভিযোগ করেন, “পোস্টমর্টেম করাতে অনেক চাপ প্রয়োগ করতে হয়েছে। আমাদের নেতাদের ওই ছাত্রীর সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি। প্রতিষ্ঠানগত ব্যর্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।”

বিজেডি ঘোষণা করেছে, আগামীকাল রাজ্যস্তরের কর্মসূচি হিসেবে লোকসভার ভবন ঘেরাও করা হবে। বালেশ্বর জেলায় ইতিমধ্যেই বন্ধ ডাকা হয়েছে।

এই ঘটনায় গোটা রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার নিচ্ছে। বিরোধীরা সরকারের বিরুদ্ধে ‘গাফিলতির অভিযোগে’ সরব হয়েছে।