BREAKING : 'জগন্নাথ ধাম' শব্দে আপত্তি ! মমতা ব্যানার্জিকে চিঠি লিখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

কি লিখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি ?

author-image
Debjit Biswas
New Update
angry mamata banerjee

নিজস্ব সংবাদদাতা : এবার দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে 'জগন্নাথ ধাম' শব্দে আপত্তির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। এই চিঠিতে তিনি জানান, ‘জগন্নাথ ধাম’ নামটি সরকারি ক্ষেত্রে ও প্রচারমূলক ক্ষেত্রে ব্যবহার করলে, তা ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এরফলে ওড়িশার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে।

LETTER

তিনি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করেন, দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে 'জগন্নাথ ধাম' শব্দটি আর ব্যবহার না করার জন্য এবং সরকারি কোনও প্রচারের ক্ষেত্রেও ওই শব্দ ব্যবহারের ক্ষেত্রে  বিরত থাকার জন্য। তাঁর মতে, পুরীর জগন্নাথ ধাম ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এই নামের ব্যবহার অন্য কোথাও হলে তা বিভ্রান্তি তৈরি করতে পারে।