পহেলগাঁওতে স্বামী হারানো হিমাংশীর অশ্লীল AI-ভিডিও ভাইরাল! পুলিশের জালে রাঘব বোয়াল!- ব্যাপক চাঞ্চল্য

 পহেলগাঁওতে স্বামী হারানো হিমাংশীর অশ্লীল AI-ভিডিও ভাইরাল নিয়ে কি জানা যাচ্ছে।

author-image
Aniket
New Update
f

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওতে হিন্দু বিদ্বেষী সন্ত্রাসী হামলায় স্বামী হারিয়েছেন হিমাংশী নারওয়াল। তবে এবার আরও জঘন্য ঘটনা ঘটল তার সঙ্গে। নারওয়াল পরিবারের অভিযোগ, সম্প্রতি তাঁর ছবি বিকৃত করে তাঁর অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল করা হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

Pahalgam: Himanshi Narwal, Indian navy officer's widow trolled after peace  appeal

এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে পেশ করা হয়। হরিয়ানা পুলিশ তাদের রিমান্ডে নিয়েছে। জানা যাচ্ছে, ধৃত ২ জন বাবা ও ছেলে। জানা যাচ্ছে, ধৃত ২ জন ইউটিউবার। তারা ইউটিউবে এই ধরণের ভিডিও বানিয়ে পোস্ট করে। ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।