BREAKING: ওয়ার্ল্ড বক্সিং কাপে স্বর্ণপদক জিতলেন ভারতের মেয়ে নুপুর ! দেশে ফিরে কি বললেন তিনি ?

দেশের নাম উজ্জ্বল করলেন নুপুর।

author-image
Debjit Biswas
New Update
Sakshi-Jaismine-nupur

NUPUR

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কাজাখস্তানের আস্তানায় আয়োজিত,বিশ্ব বক্সিং কাপ আস্তানা ২০২৫-এ স্বর্ণপদক জিতেছেন ভারতের মেয়ে নুপুর। আর আজ ভারতের মাটিতে পা রেখেই তিনি বললেন,''গতকাল কাজাখস্তানে আমাদের ফাইনাল ম্যাচ ছিল। তাতে আমি ৮০ কেজি প্লাস বিভাগে স্বর্ণপদক জিতেছি, আর এটি আমার কাছে এক অসাধারণ অনুভূতি ছিল। ফাইনাল ম্যাচটি স্বাগতিক দেশের এক বক্সারের সঙ্গে হয়। তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ২ নম্বরে আছেন এবং সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক পেয়েছেন। তাঁর সঙ্গে আমার ভালো লড়াই হয়েছে। ওখানকার মানুষদের বক্সিংয়ে দারুণ আগ্রহ। যেমন ভারতে মানুষ ক্রিকেটকে সমর্থন করে, ওখানকার মানুষ বক্সিংকে ঠিক সেভাবেই সমর্থন করে।”

download - 2025-07-07T214859.232
NUPUR