DELHI BLAST UPDATE : ঘটনাস্থলে পৌছালো NSG-র পোস্ট-ব্লাস্ট ইউনিট ! বিস্ফোরকের উৎস অনুসন্ধানের কাজ শুরু

কেন গুরুত্বপূর্ণ এই কাজ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের কারণ ও প্রকৃতি অনুসন্ধানের জন্য এবার ঘটনাস্থলে পৌঁছালো ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর পোস্ট-ব্লাস্ট ইনভেস্টিগেশন ইউনিট। সূত্রের খবর, এই বিশেষ ইউনিটটি ঘটনাস্থল থেকে বিস্ফোরক পদার্থের সামান্যতম অবশেষ বা 'ট্রেস মেটেরিয়াল' (traces of materials) সংগ্রহের কাজ শুরু করবে।

nsg 111.jpg

এনএসজি (NSG)-র এই ইউনিটটি বিস্ফোরণের স্থানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং কীভাবে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল (modus operandi), তা বিশ্লেষণ করবে। এই বিস্ফোরণের পেছনে কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, সেই বিষয়ে নিশ্চিত হওয়া এবং পরবর্তী তদন্তের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক তথ্য এনআইএ (NIA)এবং দিল্লি পুলিশকে সরবরাহ করাই হল এই ইউনিটটির কাজ।