BREAKING: জুন মাসে শেয়ারবাজারে যোগ দিয়েছেন ১২.৭ লক্ষ নতুন লগ্নিকারী ! বড় তথ্য সামনে আনলো NSE

বড় তথ্য তুলে ধরলো NSE।

author-image
Debjit Biswas
New Update
stock market

নিজস্ব সংবাদদাতা : বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও শেয়ারবাজারের প্রতি নতুন বিনিয়োগকারীদের আগ্রহ মোটেও কমেনি, বরং তা সময়ের সাথে বেড়েই চলেছে । আজ এই বিষয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই ১২.৭ লক্ষ নতুন বিনিয়োগকারী শেয়ার বাজারে যোগ দিয়েছেন, যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতি ও ডিজিটাল মাধ্যমে সহজ বিনিয়োগ পদ্ধতির জন্যই সাধারণ মানুষের মধ্যে শেয়ারবাজারে আগ্রহ বেড়েছে। এই বৃদ্ধি বাজারের প্রতি দীর্ঘমেয়াদি আস্থারই ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

share market.jpg