BREAKING: হঠাৎ করেই চীন সফরে গেলেন অজিত দোভাল ! পিছনে কোনও বড় কারণ ?

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Ajit Dovalq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) নিরাপত্তা পরিষদের ২০তম বৈঠকে অংশ নিতে চীন সফরে গেলেন  ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল। আজ ২৩ জুন বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ওয়াং ই-র সঙ্গে বৈঠকও করেন তিনি। এই বৈঠকে দুই পক্ষই ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং সম্পর্কের সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্ব দেন। এরপর অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং বলেন,''আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সন্ত্রাসবাদকে প্রতিরোধ করা ভীষণ জরুরি।'' এছাড়াও এই বৈঠকে আরও কিছু দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় হয়।

Ajit Dovalq2.jpg