অজিত পাওয়ারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

মহারাষ্ট্রে এনসিপি বনাম এনসিপি (NCP) যুদ্ধ শুরু হয়েছে। কে বেশি শক্তিশালী, অজিত পাওয়ার নাকি শরদ পাওয়ার? উঠছে প্রশ্ন। এসব বিতর্কের মাঝেই এক কেন্দ্রীয় মন্ত্রীর সমর্থন পেলেন অজিত পাওয়ার।

author-image
SWETA MITRA
New Update
ram atha.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে চলমান রাজনৈতিক সঙ্কটের মাঝেই এবার অজিত পাওয়ারের (Ajit Pawar) পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে (Ramdas Athawale)। তিনি আজ বৃহস্পতিবার মুম্বাইতে জানান, ‘আমি আজ অজিত পাওয়ারের সঙ্গে দেখা করেছি। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি অনেক বছর ধরে তার সঙ্গে আছি... প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে একত্রিত করছেন। হিন্দু, মুসলিম বা দলিত যাই হোন না কেন, প্রধানমন্ত্রী মোদী সবার সমর্থন পান। অজিত পাওয়ার আমাকে বলেছিলেন যে বেশ কিছুদিন ধরে তাঁর মনে এই চিন্তা ছিল। বিজেপির সঙ্গে একজোট হওয়ার জন্য এনসিপির মধ্যেও ২-৩টি বৈঠক হয়েছে, কিন্তু কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।‘