Breaking : এবার দাবি সরকারি চাকরিতেও নারী সংরক্ষণের!

মোদী সরকারের তরফে নারী সংরক্ষণ বিলকে অনুমোদন দেওয়ার পরই মুখ খুলেছে কংগ্রেস। এবার দাবি আপের। মহিলা সংরক্ষণ নিয়ে কী জানালেন মন্ত্রী?

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
breaking.webp

নিজস্ব সংবাদদাতা : নারী সংরক্ষণ বিলকে স্বাগত জানালেও কি পুরোপুরি সন্তুষ্ট নয় আপ? এবার সরকারি চাকরির দাবিতেও উঠলো মহিলা সংরক্ষণের দাবি। দিল্লির মন্ত্রী তথা আপ নতরী অতিশী জানান, "আমরা মহিলা সংরক্ষণ বিলকে স্বাগত জানাই এবং নীতিগতভাবে এটিকে সমর্থন করি। শুধু রাজ্য বিধানসভা এবং সংসদে নয়, সরকারি চাকরিতেও মহিলাদের জন্য সংরক্ষণ করা উচিত।"