বালাসোর ফল আউটঃ বদলি করা হল জেনারেল ম্যানেজার ও রেল বোর্ডের সদস্যকে

গত ২ জুন ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ২৯১ জন প্রাণ হারিয়েছেন এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বাহানাগা বাজার স্টেশনের কাছে।

author-image
SWETA MITRA
New Update
1 balas.jpg



নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার বালাসোরের রেল দুর্ঘটনার (Balasore Train Tragedy) ভয়াবহ স্মৃতি এখনও দেশবাসীর মন থেকে মুছে যায়নি। এদিকে এই ট্রেন দুর্ঘটনার পর রেলওয়ের দক্ষিণ-পূর্ব জোনের অনেক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ODI.jpg

এছাড়া দক্ষিণ-পূর্ব জোনের জেনারেল ম্যানেজার অর্চনা জোশীকেও বদলি করা হয়েছে। রেলমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের মতে, বালাসোরে ট্রেন দুর্ঘটনার জেরেই এই বদলি করা হয়েছে। গত মাসে তিনটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং প্রায় ১০০০ মানুষ আহত হয়।

ODI 2.jpg

প্রাথমিক তদন্তে অভিযোগ করা হয়েছে যে বালাসোরের বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনের সিগনালিং-এ ত্রুটি ছিল। এর আগে রেলমন্ত্রক বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছিল, যাদের অধীনে দুর্ঘটনাটি ঘটেছিল।