New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতাঃ জঙ্গি দমনে বড় সাফল্য পেল এনআইএ (NIA)। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) আজ বুধবার চেন্নাই থেকে আইএসআইএস (ISIS) থ্রিসুর মডিউলের পলাতক নেতাকে গ্রেফতার করেছে। এরা ৩ জন দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছিল বলে খবর। থ্রিসুর-ভিত্তিক আইএসআইএস মডিউলের নেতা (আমির) সাইয়্যেদ নাবিল আহমেদকে এনআইএর পলাতক ট্র্যাকিং টিম গ্রেফতার করেছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us