দেশে ঢুকে পড়ল ISIS, ধরা পরে গেল NIA-র হাতে

বড় সাফল্য পেল এনআইএ (NIA)। কী হয়েছে জানেন কী হয়েছে?

author-image
SWETA MITRA
New Update
dew

নিজস্ব সংবাদদাতাঃ জঙ্গি দমনে বড় সাফল্য পেল এনআইএ (NIA)। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)  আজ বুধবার চেন্নাই থেকে আইএসআইএস (ISIS) থ্রিসুর মডিউলের পলাতক নেতাকে গ্রেফতার করেছে। এরা ৩ জন দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছিল বলে খবর।  থ্রিসুর-ভিত্তিক আইএসআইএস মডিউলের নেতা (আমির) সাইয়্যেদ নাবিল আহমেদকে এনআইএর পলাতক ট্র্যাকিং টিম গ্রেফতার করেছিল।