অ-বিজেপি রাজ্যগুলির বিরুদ্ধে UCC ব্যবহার করবে বিজেপিঃ মুখ্যমন্ত্রী

আগামী বছর দেশে লোকসভা নির্বাচন হওয়ার কথা। লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন আইন বিলুপ্ত করার জন্য ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) নামে একটি আইন আনার দাবি জানিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
STALIN MODI.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়ে এবার সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপিসকলের ওপরইউসিসিচাপিয়েদিতেচায়। এরইসঙ্গে-বিজেপিরাজ্যগুলিরবিরুদ্ধেএটিব্যবহারকরারচেষ্টাকরছে বিজেপি নেতৃত্ব।সিবিআই, ইডিএবংআইটি-র ব্যবহারকরা নিয়ে বিজেপির বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরহুমকিদেওয়াহচ্ছে।‘