ভোটের মুখে তদন্ত! বড় সিদ্ধান্ত নিলেন জেপি নাড্ডা

রাজস্থানের কুচামান সিটি এলাকায় দুই যুবককে খুন করা হয়েছে। কুচামান শহরের রানাসার গ্রামের কাছে একটি গাড়ির ধাক্কায় দুই যুবক নিহত হন। এই চাঞ্চল্যকর ঘটনায় তৃতীয় এক যুবকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

author-image
SWETA MITRA
New Update
jp nadda rajasthan .jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। জানা গিয়েছে, বিধানসভা ভোটের মুখে রাজস্থানের নাগৌরে দুই দলিতের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তদন্ত শেষে জেপি নাড্ডার কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবে কমিটি বলে জানানো হয়েছে বিজেপির তরফে।