এবার বাড়ি ফেরার পালা…!

অতিরিক্ত নিরাপত্তার মধ্যেই চলছে মাসির বাড়ি ছাড়ার প্রস্তুতি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1460907-puri

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথ দেবের। ফলে পুরীতে শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি। রথযাত্রার দিন পদপিষ্টের ঘটনার পর থেকে পুরীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর অতিরিক্ত নিরাপত্তার মধ্যেই চলছে মাসির বাড়ি ছাড়ার প্রস্তুতি। 

'বাহুদ যাত্রা'র প্রস্তুতি চলছে গুন্ডিচা মন্দিরে। আজ শ্রী গুন্ডিচা মন্দির থেকে পুরী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা রথে করে ফিরবেন। তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

puri