New Update
/anm-bengali/media/media_files/WSl2NUlDI5zAke0QW8aS.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মাঝ আকাশে শনিবার রাতে একটি ইন্ডিগো দিল্লি-চেন্নাই বিমান (৬ই-২৭৮৯) ইঞ্জিনে বিপত্তির সম্মুখীন হয়। টেক অফের এক ঘন্টার মধ্যে বিমানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বিমানটিতে ২৩০ জনেরও বেশি যাত্রী ছিল। তবে সকলে নিরাপদে রয়েছে বলে জানা যাচ্ছে। ডিজিসিএ-এর তরফে এই বিষয়ে জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us