এবার দেশবাসী ‘ন্যায়’ পাবে!

এবার ভারতবাসীর ন্যায় মিলবে, সেই লক্ষ্যেই ব্রতী কংগ্রেস।

New Update
rahul mijooo.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত জোড়ো যাত্রার এক বছর হওয়ার আগেই কংগ্রেসের নতুন চমক ভারত ন্যায় যাত্রা। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের রাহুলের মাষ্টার স্ট্রোক। এবার ভারতবাসীর ন্যায় মিলবে, সেই লক্ষ্যেই ব্রতী কংগ্রেসের এই নতুন কর্মসূচী।

আজ দিল্লিতে কংগ্রেসের সদর দফতর থেকে সাংবাদিক বৈঠক করে এই নয়া কর্মসূচী সম্পর্কে জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং জেনারেল সেক্রেটারি কেসি ভেনুগোপাল। এদিন কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “ভারত জোড়ো যাত্রার পরে, এখন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল ভারত ন্যায় যাত্রা বের করতে চলেছে৷ আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এই ন্যায় যাত্রা। চলবে ২০ মার্চ পর্যন্ত। ১৪টি রাজ্যের মধ্য দিয়ে যাবে এই ভারত ন্যায় যাত্রা। শুরু হচ্ছে মণিপুর থেকে এবং মুম্বাইয়ে শেষ হবে এই যাত্রা। এবার এই যাত্রার সাহায্যে দেশবাসীকে ন্যায় দেবে কংগ্রেস। আর্থিক ন্যায়, সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায় পাবে দেশ। রাহুল গান্ধী এর আগে ভারতকে জুড়েছিলেন ভারত জোড়ো যাত্রার মাধ্যমে। আর এবার ন্যায় বিচার হবে ভারত ন্যায় যাত্রার মাধ্যমে”।

 

hiren