TMC-র ‘দিল্লি চলো’ মিশনে বাধা, এবার বিমান বাতিল!

TMC-র ‘দিল্লি চলো’ মিশনে ফের বাধা, গর্জে উঠল দল।

author-image
SWETA MITRA
New Update
tmc delhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার আরও এক গুরুত্বপূর্ণ অভিযোগ করল তৃণমূল। ট্রেনের পর এবার বিমানের টিকিট নিয়ে কেন্দ্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করল তৃণমূল (TMC)। দিল্লিতে ধর্না আন্দোলন আটকাতে বিজেপির (BJP) এই ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূলের। আগামীকাল আচমকা বিমান বাতিলের অভিযোগ তৃণমূলের। আগামীকাল সন্ধে ৬:৪৫-এর বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল ১২০ জন নেতা মন্ত্রীর। যদিও সেই বিমান বাতিলের অভিযোগ তুলল তৃণমূল। তৃণমূলের দাবি,'দিল্লি যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের অনুরোধ প্রত্যাখ্যান করার পরে, বিজেপি এখন আমাদের নেতাদের দ্বারা বুক করা ফ্লাইটগুলি বাতিল করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এই ধারাবাহিক প্রতিহিংসামূলক পদক্ষেপগুলি স্পষ্টতই বিজেপির বাংলা বিরোধী মনোভাবকে নির্দেশ করে।' 

প্রশ্ন উঠছে, তবে কি দিল্লির বুকে তৃণমূলের নেতা, মন্ত্রীদের ধর্না হবে না দিল্লির বুকে?