পহেলগাঁও হামলায় এই প্রথম, বিজেপির ভুল প্রকাশ্যে আনলো কংগ্রেস

তারা এই বিষয়ে সরকারকে সমর্থন করবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supriya srinate

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার ১৪টা দিন পার। যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে সীমান্তে কান পাতলেই। এমন সময় ফের জোরালো রাজনীতি। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এদিন এই প্রসঙ্গে বলেন, “পহেলগাঁও জঙ্গি হামলার ১৪ দিন হয়ে গেছে। আমাদের নেতারা বারবার বলেছেন যে তারা এই বিষয়ে সরকারকে সমর্থন করবেন। আজ, রাহুল গান্ধী পহেলগাঁও হামলায় নিহত বিনয় নারওয়ালের বাসভবন পরিদর্শন করেন। তিনি কানপুরে নিহত শুভম দ্বিবেদীর পরিবারের সাথেও দেখা করেছেন। সরকার গোয়েন্দা তথ্যের ব্যর্থতা মেনে নিয়েছে; তারা তা অস্বীকার করেনি। এখন, বিজেপি কেন এটিকে ইস্যু করছে? বিজেপি মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে এবং বলতে চাইছে না যে নেশন এখন আক্রমণাত্মক”।

supriya shreenatee.jpg