/anm-bengali/media/media_files/JLIrAxCiucN4wDk6OydK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বড় চমক দিল কংগ্রেস (Congress)। আজ কংগ্রেসের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সিডব্লিউসি সদস্যদের মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি এবং মীরা কুমার। এ ছাড়া রয়েছেন দিগ্বিজয় সিং, পি চিদাম্বরম, তারিক আনোয়ার, লাল তানহাওয়ালা, মুকুল ওয়াসনিক, আনন্দ শর্মা ও অশোক রাও চৌহান। অজয় মাকেন, চরণজিৎ সিং চান্নি, প্রিয়াঙ্কা গান্ধী এবং কুমারী সেলজাও এতে রয়েছেন। মোট ৩০ জন সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির তালিকায় রয়েছেন শচীন পাইলট, শশী থারুর, নাসির হুসেন, অলকা লাম্বা, সুপ্রিয়া শ্রীনাত, প্রণীতি শিন্ডে, পবন খেরা, গণেশ গোদিয়াল, যশোমতী ঠাকুর।
Congress president Mallikarjun Kharge constitutes the Congress Working Committee. pic.twitter.com/lsxTK8rcei
— ANI (@ANI) August 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us