প্রধানমন্ত্রীর ডাক ফেরালেন আরও এক মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ছাড়াও আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও নীতি আয়োগের এই বৈঠকে অংশ নেবেন না।   

author-image
SWETA MITRA
26 May 2023
প্রধানমন্ত্রীর ডাক ফেরালেন আরও এক মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আরও এক মুখ্যমন্ত্রী কেন্দ্রের দিক থেকে মুখ ফেরালো। এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী ২৭ মে দিল্লিতে অনুষ্ঠেয় নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের অনেক জনকল্যাণমূলক প্রকল্পে বাধা দিচ্ছে। আরডিএফের পরিমাণ হোক বা ফসলের দাম কমানো হোক, পাঞ্জাব ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে।‘ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ছাড়াও আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও নীতি আয়োগের এই বৈঠকে অংশ নেবেন না।