কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন বিজেপি সাংসদ

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট পালনকারী কুস্তিগীররা এবার বিজেপির এক সাংসদের সমর্থন পেয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
wfi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে ততই আন্দোলনের (Wrestlers Protest) ঝাঁঝ বাড়াচ্ছেন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীররা। ভারতীয়কুস্তিফেডারেশনেরসভাপতিবিজেপিসাংসদব্রিজভূষণশরণসিংয়েরবিরুদ্ধেঅবস্থানধর্মঘটপালনকারীকুস্তিগীররাএবারবিজেপিরএকসাংসদেরসমর্থনপেয়েছেন।ফতেহপুরসিক্রিরসাংসদএবংবিজেপিকিষানমোর্চারসভাপতিরাজকুমারচাহারকুস্তিগীরদেরসমর্থনকরেএকটিবিবৃতিদিয়েছেনএবংবলেছেনযেকুস্তিগীরদেরন্যায়বিচারপাওয়াউচিত।তিনি আরও অভিযোগ করেছেন যে কেউকেউআন্দোলকারীদের কাঁধেবন্দুকরেখেরাজনীতিকরছেন। কিন্তু আমি বলতে চাই যেমহিলাকুস্তিগীররা হলেন দেশেরগৌরব। দোষীদের বিরুদ্ধে পুলিশসব ব্যবস্থানিচ্ছে।‘